Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ত্ব

01)   গ্রামের খারাপ লোকের চরিত্র সংশোধন করা এবং তাদের উপর নজর রাখা।

02)  চুরি, ডাকাতি, খুন, বে-আইনী অস্ত্র ব্যবহার, চোরাচালানী, খারাপ কাজ, এসব দমন করা।

03)  সরকারী মালামাল দেখাশুনা করা।

04)   প্রয়োজনে গ্রাম পাহারা দেয়া।

05)  আইন-শৃখলা রক্ষা এবং চোরাচালান দমনে সাহায্য করা।

06)  গ্রামে ঝগড়া বিবাদ মিমাংসা করা এবং শান্তি রক্ষা করা।

07)  পরিবারের সবায় মিলে বেশী বেশী কাজ করা।

08)  সারা বছর জমিতে ফসল, ফলমুল ও শাক-সব্জির আবাদ করা।

09)  গরু, ছাগল, হাঁস, মুরগী পালন করা।

10)   কুটির শিল্পের কাজ করা।

11)   বেশী আয় করা এবং কম খরচ করে অর্থ সঞ্চয় করা।

12)  বই পড়ে জ্ঞান লাভ করা।

13)  পরিবার ছোট রাখা ও ২টির বেশী সন্তান না নেয়া।

14)   গ্রামকে নিরক্ষরমুক্ত করা।

15)  নৈতিকতা জ্ঞানে সমৃদ্ধ দেশপ্রেমিক নাগরিক গঠন করা।

16)  স্বাস্থ্য সম্মত লেট্ট্রিন তৈরী ও টীকাদান কর্মসূচীতে অংশ গ্রহণ করা।

17)  ক্লাব সমিতি গঠন করা।

18)  নিয়মিত ব্যাংক ঋনের কিস্তি পরিশোধ করা।

19)  পরিবারের প্রত্যেক ১০টি করে গাছ লাগানো।

20)  জাতীয়/প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলা কার্যক্রম ও পূনর্বাসন কাজে অংশ নেয়া।

21)  দেশের সার্বভৌমম্ব রক্ষায় প্রশিক্ষণ নিয়ে প্রস্ত্তত থাকবো।

22)  দেশের আইন-শৃখলা উন্নয়নে ও চোরাচালান দমনে সর্বদা নিজেদের নিয়োজিত রাখবো।

23)১ বা ২ সন্তানের আদর্শ পরিবার গড়বো।

24)  গ্রাম/মহল্লা নিরক্ষমুক্ত করবো।

25)  প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সম্মত লেট্টিন তৈরীতে উদ্বুদ্ধ করব।

26)পরিস্কার পরিচ্ছন্ন গ্রাম/মহল্লা গড়ে তুলবো।

27)  উন্নয়ন বার্তা গ্রামেগঞ্জে ছড়িয়ে দেবো।

28)  ১০টি করে গাছ লাগাবো।

29)  মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো।

30)  প্লাটুনকে সক্রিয় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

31)  সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবো এবং স্বনির্ভর হবো।